সংবাদ গ্যালারি ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ পেট্রলবোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদের ভাষ্যমতে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকার মজুমদার কোল্ড স্টোরেজের সামনে থেকে রেললাইন ও যানবাহনে নাশকতার প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন সদর দক্ষিণ উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল খালেক, যুবদলকর্মী মো. বিল্লাল হোসেন, আমির ইসলাম, মো. মহিবল্লাহ, ইউনুস আলী, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, যুবদলকর্মী রাসেল, ছাত্রদলকর্মী মিনার আলম, মো. মাসুদ, মো. ইয়াকুব আলী, মো. বিল্লাল হোসেন, সোহাগ, যুবদলকর্মী মো.আক্তার হোসেন, ছাত্রদলকর্মী নুরুল আমিন, শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন, জহির আহমেদ, এরশাদ মিয়া, সালাউদ্দিন ও মাসুম বিল্লাহ।
সদর দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, বিপুল পরিমাণ পেট্রলবোমা এবং অস্ত্র নিয়ে রাতের আঁধারে রেললাইন উপড়ানো, বাসে আগুন দেওয়াসহ একাধিক নাশকতার পরিকল্পনা ছিল গ্রেপ্তারদের। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতার প্রস্তুতিকালেই তাদেরকে গ্রেপ্তার করে। তিনি বলেন, এ ঘটনায় সদর দক্ষিণ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি নাশকতার মামলা এবং অপরটি যুবদলকর্মী মহিবল্লাহর কাছ থেকে অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলা হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com