কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুকাদ্দেস আলী (৪২) ও ফজলুর রহমান ওরফে টাইটেল (৪৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার শেহালা মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মুকাদ্দেস আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং ফজলুর রহমান ওরফে টাইটেল প্রাগপুর বাজারের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশের দাবি, নিহতরা শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, একদল মাদক ব্যবসায়ী দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠে মাদক বেচাকেনা করছে- এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের আটটি করে মামলা রয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com