বুধবার, ১১ এপ্রিল ২০১৮ |
৮:২৫ অপরাহ্ণ |
কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপর নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
অাজ বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে সাধারন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা খুলে রাস্তা অবরোধ করে।
এরপর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও প্রক্টর প্রফেসর ড. মাহাবুবর রহমান আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এসময় প্রক্টর আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরাও কোটা সংস্কারের পক্ষে, তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করা দরকার।
শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। অন্যদিকে পুলিশ প্রশাসন অস্ত্রসস্ত্র সাজে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এর ফলে ক্যাম্পাসের প্রধান ফটক এলাকায় এখন চরম উত্তেজনা মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
অানন্দেলনরত শিক্ষার্থীরা সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত টানা চার ঘন্টা মহাসড়ক অবরোধ রাখে।
এদিকে কোটা সংস্কারের যৌক্তিকতার পক্ষ নিয়ে প্রেস বিজ্ঞতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহর সাক্ষরিত বিজ্ঞতির এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
comments