ক্ষমা চেয়েছেন মার্ক জুকারবার্গ- পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায়

বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ১২:০৭ অপরাহ্ণ |

ক্ষমা চেয়েছেন মার্ক জুকারবার্গ- পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায়
ছবি: ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ

সংবাদ গ্যালারি ডেস্ক: মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে ক্ষমা চেয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। কোটি কোটি গ্রাহকের তথ্য বেহাত হওয়ার ঘটনায় ওই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জাকারবার্গ বলেন, সেটা আমার ভুল ছিল, আমি দু:খিত।

শুনানিতে জুকারবার্গ মার্কিন সিনেটরদের জানান, ফেসবুক রাশিয়ান অপারেটরদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে ফায়দা নিতে না পারে।


তিনি বলেন, এটি একটি প্রতিযোগিতা। তারা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

জুকারবার্গ বলেন, প্রয়োজনীয় পরিবর্তনের জন্য কিছু সময় দরকার। কিন্তু আমি সবকিছু ঠিক করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা।


ডাটা বিশ্লেষক কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রশ্নোত্তর জবাবে জুকারবার্গ এমনটা বলেছেন। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্তকারী দল ফেসবুকের স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন জুকারবার্গ।

সূত্র: বিবিসি


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com