ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি)খুলনা অঞ্চলের এর অায়োজনে ৫ ম পাঞ্জেরি বিভাগীয় বির্তক উৎসব ২০১৮ পালিত হয়েছে।
গত ২০ এপ্রিল খুলনা পাবলিক কলেজের অডিটোরিয়ামে এই বিভাগীয় বিতর্কের অায়োজন করা হয় ।
” মননে যুক্তি বিশ্বাসে চেতনা, দখিনা বাতাসে অাগামীর প্রেরণা ” এই স্লোগানকে সামনে রেখে দিন ব্যাপী অনুষ্ঠান, উৎসাহ, বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী পর্ব, প্রদর্শনী বির্তক, বির্তক কর্মশালা, কুইজ পর্ব, উন্মক্ত বক্তব্য, তারকা অাড্ডা , পুরস্কার বিতরনী ও সার্টিফিকেট বিতরণ সহ বর্ণিল অায়োজনে মুখরিত হয় খুলনা পাবলিক কলেজ ক্যাম্পাস।
এতে খুলনা জেলার ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ, খুলনা পাবলিক কলেজ সহ খুলনার সকল জেলার শীর্ষস্থানীয় স্কুল কলেজ ওমাদ্রাসা গুলো প্রতিযোগিতা অংশগ্রহন করে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফবিডি) খুলনা বিভাগীয় অঞ্চলের বির্তকে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ অালমগীর
প্রধান অালোচক হিসাবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুন – উর – রশীদ অাসকারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এ কে এম শোয়েব।
এ ছাড়াও বারোয়ানি বির্তক ও কুইজের মাধ্যমে নির্বাচিত দর্শক পর্বেও প্রথম স্থান অধিকার করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বির্তাকিক মো: খালিদ হাসান
এছাড়াও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পায় ইমরান শুভ্র এর নেতৃত্বে সর্ববৃহৎ বির্তাকিক দল ইসলামী বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অালোচক হিসাবে বক্তৃতা কালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় প্রফেসর ড. মো : হারুন উর রশীদ অাসকারী বলেন, বিতর্ক মানুষের মনকে যুক্তিমনস্ক করে তোলে, এই বির্তকের মাধ্যমেই নিজেকে জানা ও নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম বলে অামি বিশ্বাস করি।
মেধাবী ও সমৃদ্ধ সমাজ গড়তে বির্তকই সর্বশ্রেষ্ঠ মাধ্যম বলে বিশ্বাস করি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com