মেহেরপুরে ক্রিকেটসহ সব ধরনের খেলায় জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজারে জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন আমরা মেহেরপুরবাসীর ব্যানারে সচেতন নাগরিকরা।
মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সুজনের জেলা সাধারণ সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবসায়ী নেতা সদরুল ইসলাম নাহিদ, ব্যবসায়ী শামিমুল ইসলাম, শাহ আলম, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মিজানুর রহমান অপু, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাইদুল ইসলাম অরেণ, আতিক স্বপনসহ শতাধিক ব্যবসায়ীসহ এলাকাবাসী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে আবদুল্লাহ আল আমিন তাঁর বক্তৃতায় বলেন, ‘ক্রিকেটসহ যে কোনো খেলা সুস্থ বিনোদনের মাধ্যম। সেই সুস্থ বিনোদনকে যারা কলুষিত করে জুয়ায় পরিণত করেছেন তাদের ধিক্কার জানাই। প্রশাসনের প্রতি আহ্বান, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা জেনেছি গত এক বছরে মেহেরপুর শহরে ক্রিকেট জুয়ায় হেরে তিন যুবকের মৃত্যু হয়েছে। অনেকে সর্বশান্ত হয়েছে। অচিরেই এটি বন্ধ হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, গত এক বছরে কিক্রেট জুয়ায় মেহেরপুর শহরের তিন যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com