খোঁজ
-মোঃ ফিরোজ খান
গভীর ভাবে গভীর থেকে
কতনা কিছু খুঁজে বেড়াই,
আসল জিনিস পাইনা কভু
অকারণে মনকে তাড়াই।
সুখের কাছে সবাই খুশী
দুখের দেখায় সয়না সুখী,
ভালো মানুষ নয়তো ভালো
সকলেই বলে সরল দুখী।
কেউ কখনও খুঁজে দেখিনা
কোথায় আছেন আসল জনা,
আসল হলেন সৃষ্টি কর্তা
সহজে কেউ স্বরণ করিনা।
দিন শুরু হবে নামাজ দিয়ে
কাজে যাবো মাওলাকে বলে,
তখনই জীবন হবে সুখের
বিধাতার কথায় সবাই চলে।
খুঁজে থাকি টাকা পয়সা
কখনও করিনা মাওলাকে ভরসা,
রূপের সৌন্দর্য নিয়ে থাকি ব্যাস্ত
কিভাবে করবো রূপের ফর্সা।
খোঁজ করো সবাই মিলেমিশে
তাকিয়ে থাকেন মাওলা অপেক্ষায়,
সঠিকভাবে সঠিক পথে চললে
সকলকেই করবেন মাওলা রক্ষা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com