ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার সকালের কালবৈশাখী ঝড়ে উপজেলার টাঙ্গাব ও দত্তেরবাজার ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে টাঙ্গাব গ্রামের আলতাফ গোলন্দাজ আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন গ্রামের কাঁচা-আধা পাকা বহু ঘর বাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিন ঘুরে জানা যায়, সকাল ৯টায় উত্তর-পশ্চিম দিক থেকে আসা ১৫মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের উত্তর টাঙ্গাব, দক্ষিণ টাঙ্গাব, পাঁচাহার, ছাপিলা, বাশিয়া এবং দত্তেরবাজার ইউনিয়নের মলমল, দীঘলবাগ, দত্তেরবাজার ও বিরই গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে টাঙ্গাব আলতাফ গোলন্দাজ আশ্রয়ন প্রকল্পের আধা-পাকা দুইটি টিন সেড ঘর মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এতে ১০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঝড়ের সময় দুবাশিয়া বাজার মার্কেটের ওপর বিশাল একটি কড়ই গাছের শিকর উপড়ে ভেঙে পড়ায় একটি মুদি দোকান, একটি ফটোকপির দোকান ও একটি ফার্মেসি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে বহু গাছপালা ভেঙে পড়ে এবং ফসলের ক্ষতি হয়েছে।
টাঙ্গাব আলতাফ গোলন্দাজ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রিপন মিয়া বলেন, এইরুম তোফান জীবনে দেখছি না। চউক্কের পলকে সব কিছু লণ্ডভণ্ড কইরা দিছে। মন অইছে আশমান থাইক্কা আগুন পড়তাছে।
টাঙ্গাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, ঝড়ে কাঁচা ও আধা পাকা ঘর বাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে আমি ময়মনসিংহ থেকে সিএনজি গাড়ি যোগে দ্রুত এসে টাঙ্গাব আলতাফ গোলন্দাজ আশ্রয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছি।
উপজেলা সিনিয়র সহকারী কমিশনার(ভূমি) আশরাফ সিদ্দিক বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত আলতাফ গোলন্দাজ আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার সুপারিশ করা হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com