প্রার্থীর মৃত্যুর পর গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২ জানুয়ারি ঘোষণা করা হয়েছে।
এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হয়। সে কারণে এই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
আজ রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেন।
ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ১৯ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন। পরে ২০ ডিসেম্বর ইসি এ নির্বাচন স্থগিত করার কথা জানায়। ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না। তার বদলে নতুন তারিখ হিসেবে ২৭ জানুয়ারি ঘোষণা করা হয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com