চলন্ত রেলে পাথর নিক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউনিটের নেতা-কর্মী, সমর্থক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
এছাড়াও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সসম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাক আফরোজ বিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাহেদুল রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সহ সভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, দপ্তর সসম্পাদক হাসনাত রুম্মন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপিত ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আশা প্রমুখ।
বক্তারা বলেন, একটি মহল চলন্ত রেলে পাথর নিক্ষেপ করে যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। এটি বন্ধ করতে হলে জনগণকে সচেতন হতে হবে; পাশাপাশি সরকারকে আরও কঠোর হতে সিদ্ধান্ত নিতে হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com