ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা

চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর

শুক্রবার, ০১ জুন ২০১৮ | ১২:৪৫ পূর্বাহ্ণ |

চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর
চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি: চাঁদার দাবিতে রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি স¤্রাট ও সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে এ ঘটনায় ঘটায় ২০-২৫ জনের একটি ক্যাডার দল। এ নিয়ে কলেজের চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামলাটি দায়ের করা হয়।


মামলার অন্য আসামিরা হলো-ছাত্রমৈত্রীর মহানগর শাখার সভাপতি মারুফ হোসেন, কর্মী ওভি, বাপ্পী, ঐশিক ও ওহি।

বিষয়টি স্বীকার করেছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান। তিনি বলেন, ২০ হাজার টাকা চাঁদার দাবিতে আমার অনুপস্থিতিতে কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রমৈত্রীর কয়েকজন ক্যাডার। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।


অধ্যক্ষ বলেন, গত বুধবার দুপুরে মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি পরিচয়ধারী কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, স্যার জামল আক্তার রতনের মৃত্যুবার্ষিকী পালন করবো। তাই ২০ হাজার টাকা দিতে হবে আপনাকে। তাদের এমন কথা শুনে আমি ধমক দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। এরপর আজ বৃহস্পতিবার ওই ছাত্ররা এসে আমার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।’

অধ্যক্ষ বলেন, আমি কার্যালয়ে ছিলাম না। তখন ক্লাসে ছিলাম। এসময় তারা এসে ভাঙচুর চালিয়ে চলে গেছে। এদের সাহস অনেক বেড়ে গেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আসামিদের গ্রেফতারের ব্যাপক তল্লাশি চলছে। ঘটনার সঙ্গে জড়িতরা সবাই পলাতক রয়েছেন।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com