চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | ৯:৪৫ অপরাহ্ণ |

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মমিরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মমিরুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-গোপালনগরের সাবিরুদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।


এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১৪ আগস্ট শিবগঞ্জের ওমরপুরের একটি আম বাগান থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ মমিরুলকে আটক করে র‌্যাব। ওইদিনই র‌্যাব-৫, রাজশাহীর ডিএডি সাজ্জাদ হোসেন সেলিম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ অক্টোবর শিবগঞ্জ থানার এসআই ওসমান গনি আদালতে চার্জশীট দাখিল করেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com