দিনাজপুরের চিরিরবন্দরে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম ০৫(পাঁচ) আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
প্রসঙ্গত, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/১২/২০২২ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার চিরিরবন্দর
থানাধীন সাতনালা সাকিনস্থ অ্যাম্বিশন রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় ১টি লাশ পাওয়া যায়।
লোকমুখে শুনে মৃতের পরিবারবর্গ সহ মৃতের মাতা মোসাঃ হাসিনা বানু(৭৭) ঘটনাস্থলে এসে মৃতদেহটি তার ছেলে হাচানুর রহমান(৪২) এর মর্মে সনাক্ত করেন এবং এ বিষয়ে মৃতের মাতা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত হত্যাকান্ডের সহিত জড়িত অন্যতন বেশকিছু আসামী দিনাজপুর জেলার চিরিরবন্দর থানা ও নীলফামারী জেলার সদর থানা এলাকায় আত্মগোপন করা অবস্থায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ৩১/১২/২০২২খ্রিঃ ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যাকান্ডের সহিত জড়িত অন্যতম ১। মোঃ মশিউর রহমান @ লালু বাবু(২৫), সাং- নশরতপুর, রানীপুর (পখিয়ারা), থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুরকে তার নিজ বাড়ী সংলগ্ন একটি অটো গ্যারেজ হতে, ২। মোঃ মেহেদী হাসান(২৮), সাং- দগরবাড়ী, কেশবপুর ইউপি, ৩। মোঃ সবুজ ইসলাম(২৭), সাং- নশরতপুর, বালাপাড়া, উভয় থানা- চিরিরবন্দর, জেলা দিনাজপুরদ্বয়কে নীলফামারী জেলার সদর থানাধীন বড়–য়া বাজার এর ১টি চা-নাস্তার দোকান হতে, ৪। মোঃ জাকির হোসেন(২৭), সাং- নশরতপুর, বালাপাড়া,
থানা- চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে রানীরবন্দর সুইহারী এলাকা হতে এবং ৫। মোঃ আকরাম হোসেন(৩০), সাং-নশরতপুর, বালাপাড়া, থানা- চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে রানীর বন্দর গ্রামীন টাওয়ার এর সামনে আত্মগোপন করা অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ যে, দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রানিপুর ফকিরপাড়া সাকিনস্থ জনৈকা মোসাঃ হাসিনা বানু(৭৭), স্বামী-মৃত মোকছেদ আলী এর ছেলে ভিকটিম হাচানুর রহমান(৪২) গত ২৭/১২/২০২২ইং তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জরুরী কাজের কথা বলে ঘর থেকে বের হয়। পরদিন ২৮/১২/২০২২ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন সাতনালা ইউপিস্থ বাঁশতলায় অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর দক্ষিণ পার্শ্বে একটি পুকুর হতে ভাসমান অবস্থায় তার ছেলে হাচানুর রহমান (৪২) এর মরদেহ পাওয়া যায়।
উক্ত হত্যাকান্ডকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যা কান্ডের সহিত জড়িত অন্যতম উপরোক্ত ০৫ জন আসামীকে ঘটনার দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডের সহিত তাদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করে এবং হত্যাকান্ডের সহিত তাদের জড়িত থাকার বিষয়ে বেশ জোরালো স্বাক্ষ্য- প্রমান প্রাপ্তি সহ তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য
প্রদান করে। ধৃত আসামীদেরকে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com