চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে সকল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৫:৩৮ অপরাহ্ণ |

চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে সকল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে সংগঠনটি জানিয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল রাজশাহী মহানগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসক ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষের বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে।


বিএমএ’র রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী জানান, গত ২৬ এপ্রিল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডা. সানাউল্লাহকে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিএমএ আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বেসরকারি সব ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করছে।

তিনি জানান, চিকিৎসকদের কর্মবিরতির কারণে নগরীর শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখা হয়েছে। তবে ক্লিনিকে পুরনো রোগীর চিকিৎসা অব্যাহত রাখা হলেও নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।


এদিকে, বেসরকারি চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগী ও তাদের স্বজনরা। সকাল থেকে অনেক রোগী দূর-দূরন্ত থেকে রাজশাহী এসে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা পাচ্ছেন না। আবার হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

ভুক্তভোগীরা বর্তমানে মহানগরীর ডক্টরসজোন খ্যাত লক্ষ্মীপুর এলাকায় থাকা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে বসে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষার প্রহর গুনছেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com