চিরিরবন্দরে সড়ক দুঘটনায় দুই ভাই আহত

বৃহস্পতিবার, ১০ মে ২০১৮ | ১:২৮ অপরাহ্ণ |

চিরিরবন্দরে সড়ক দুঘটনায় দুই ভাই আহত
প্রতীকী ছবি

দিনাজপুরের রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় ট্রাকের নীচে পড়ে এক ফায়ার সার্ভিসকর্মী ও তার ছোট ভাই আহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের পা থেতলে গেছে।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে ফায়ার সার্ভিসকর্মী ফয়জার রহমান (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেন (২০)। ফয়জার রহমান নীলফামারী জেলায় ফায়ার স্টেশনে কর্মরত।

জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফয়জার রহমান ও তার  ভাই আফজাল হোসেন। এ সময়  দিনাজপুরগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৮০২) বাড়ির ২০০ গজ দূরে রানীরবন্দর বাজারে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার ওপর পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে।


এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক রয়েছে।’


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com