চেক প্রতারণার অভিযোগে সোহান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও এশিয়ান টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার রাতে গুলশান-২ নম্বরের ৪৯ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
ওসি আরও জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেশ কয়েকটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন আদালতে অন্তত ১০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, চেক প্রতারণার অভিযোগে দায়ের একটি মামলায় গত ১৪ মার্চ মিজানুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি টাকা জরিমানা করে আদালত। বেশ কিছুদিন ধরেই মিজানুর রহমানকে খুঁজছিল পুলিশ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com