ছাগল চড়াতে গিয়ে আখ ক্ষেতে ধর্ষণ হলো কিশোরী

বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮ | ১১:০৬ পূর্বাহ্ণ |

ছাগল চড়াতে গিয়ে আখ ক্ষেতে ধর্ষণ হলো কিশোরী
প্রতীকী ছবি

সংবাদ গ্যালারি ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুরে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শ্রীরামপুর (মুন্সিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ্য অবস্থায় ঐ কিশোরীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার শিকার কিশোরী ঐ এলাকার জহুরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি প্রস্তাবিত আবাসন প্রকল্পের মাঠে ছাগল চড়াতে যায় মেয়েটি। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আযম আলী আকন্দের ছেলে সুজন আকন্দ জোড়পূর্বক পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।


মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে সে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনার পর ভূক্তভোগীর দাদী সাদুল্লাপুর থানায় অভিযোগ দাখিল করেন। পরে আসামি গ্রেফতারে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বর্তমানে মেয়েটি গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) ইমরান হোসেন রুবেল জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে আসামি গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com