লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আঙ্গুরের কারাদণ্ডের খবর শুনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মা সাজেদা বেগম।
শুক্রবার (৪ মে) দুপুরে লালমনিরহাট কারাগারে আতাউর রহমান আঙ্গুরের মায়ের মরদেহ নিয়ে গিয়ে তাকে দেখানো হয়। এরপর বিকেলে উপজেলার কাকিনা এলাকায় পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়।
সাজেদা বেগম উপজেলার কাকিনা এলাকার আনোয়ার রহমানের স্ত্রী এবং তার ছেলে আঙ্গুর কাকিনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
এর আগে, কাকিনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত হাফিজুর রহমানের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় দ্রুত আইনে আঙ্গুরসহ আরও ৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার হয়।
গত বৃহস্পতিবার (৩ মে) বিকেলে লালমনিরহাট দ্রুত বিচার আইনের বিচারক অতিরক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আতাউর রহমান আঙ্গুরকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এমন খবর শুনে সাজেদা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর ডক্টরর্স ক্লিনিকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় এবং ১ ঘন্টা পরেই তিনি মারা যান।
গ্রেফতারকৃত বাকি ৪ আসামীরা হলেন উপজেলার কাকিনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম(৩০), কাকিনা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক বায়েজিদুল ইসলাম বাইজিদ(৩২), বিএনপি কর্মী হযরত আলী (৫৫) ও বিএনপি কর্মী বাবু ওরফে বাবুলাল (২৮)।
এ মামলায় ১৯ জন আসামীর মধ্যে বাকি ১৪ জনকে বেকসুর খালাস দেন আদালত। এরমধ্যে আঙ্গুরকে ৩ বছর ও বাকি ৪ জন হামিদুল, বাইজিদ, হযরত আলী, বাবুলালকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এদিকে খালাস প্রাপ্ত ১৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এ্যাড. জাহাঙ্গীর আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২ সালের রাজনৈতিক প্রতিহিংসায় কাকিনা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের বাড়িতে হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বাদি হয়ে লালমনিরহাট আদালতে দ্রুত বিচার আইনে ২০১২ সালে ২২ ফেব্রুয়ারী ১৯ জনের নামে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর গত বৃহস্পতিবার দ্রুত বিচার আইনের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ওই ৫ জনকে কারাদণ্ড প্রদান করেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com