ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শুক্রবার, ০৮ জুন ২০১৮ | ১:০৬ পূর্বাহ্ণ |

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ফাইল ছবি

ময়মনসিংহে ঘর তৈরিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরভাবানীপুরে এ ঘটনা ঘটে বলে যুগান্তরকে জানান কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরভবানীপুর গ্রামে পৈত্তিক জমি নিয়ে সিরাজ আলীর দুই ছেলের মধ্যে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে বড় ছেলে আলী হোসেন (৩০) বসতভিটায় ছাপড়াঘর নির্মাণ করতে চাইলে ছোট ভাই বিল্লাল হোসেন তাতে বাধা দেয়।


এক পর্যায়ে বিল্লাল হোসেনের সঙ্গে থাকা চাকু দিয়ে আঘাত করলে আলী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বাঁশ দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করলে রক্তাক্ত জখম হয়।

ঘুরুতর আহত অবস্থায় স্বজনরা আলী হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিল্লাল স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্র। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। কোতোয়ালী থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com