জনসেবায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের আরেক উদ্যোগ

রবিবার, ২৯ এপ্রিল ২০১৮ | ৮:৪৭ অপরাহ্ণ |

জনসেবায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের আরেক উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধঃ ফরিদপুরে আবার জনসেবায় এগিয়ে এলো ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’। সেবামূলক এই সংস্থাটি স্থানীয় নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে।
রবিবার সকালে মধুখালী উপজেলার কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আরিফুর রহমান দোলন এর উদ্বোধন করেন।
এ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষকে সম্পূর্ন বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে শতাধিক মানুষকে চশমা এবং প্রায় ৪০জন রোগীর ছানি অপারেশনের জন্য বাছাই করে তাদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। এমন কি রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। আগামী ৫মে শনিবার বাছাইকৃত রোগীদের ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর(লঞ্চ ঘাট) এলাকায় অবস্থিত বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।
সরকার এবং কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের লক্ষ্য অভিন্ন জানিয়ে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দোলন বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষকে সেবা দিয়ে দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে তারা যেন সামিল হতে পারে সেইভাবে প্রস্তুুত করা।’ চিকিৎসা নিতে আসা শত শত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ছেলে হিসেবে আমি মনে করি, যারা পিছিয়ে পড়েছে, অবহেলিত, অর্থাভাবে যারা ঠিকমত চিকিৎসা নিতে পারছে না, বিশেষ করে যারা চোখের সমস্যায় ভুগছেন, আমি মনে করি আমার একটি সামাজিক দায় আছে, এই সমস্ত অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো।’
দোলন বলেন, ‘আমি এমপি হতে আপনাদের জন্য কাজ করছি না। আমি মনে করি মানব সেবাই হচ্ছে প্রকৃত ধর্ম। আপনাদের সেবা করে এই পৃথিবী থেকে একজন ভাল মানুষ যদি বিদায় নিতে পারি আমি মনে করি সেটিই হবে আমার পরম পাওয়া।’
শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার গুরুত্ব দিয়ে দোলন বলেন, ‘এই জন্য যে, দেশের উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তিনি কাজ করছেন। কোনো স্থানীয় নেতা তার যদি কোনো ভুল হয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সেই নেতাকে পাল্টাতে হবে। কিন্তু শেখ হাসিনাকে সমর্থন জানাতে হবে।’
বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালনা করেন- প্রখ্যাত চক্ষু সার্জন অধ্যাপক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা কৃষকলীগ নেতা, সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা একরামুল হক তপন, কামারখালী ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন সাবু, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর শাহা , বিটিভি ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাবু প্রমুখ।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com