জামালপুরে চলন্ত ট্রাকের ধাক্কায় দুই সিএনজি অটোরিকশা উল্টে অজ্ঞাতপরিচয় এক মেয়ে শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে পাঁচজন।
আজ বুধবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে অতিক্রম করছিল পণ্যবাহী একটি ট্রাক। একই সময় অন্য একটি অটোরিকশা অতিক্রম করছিল ওই ট্রাকটিকে। এতে ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা দুই দিকে উল্টে যায়। দুই অটোরিকশার চালকসহ অন্তত সাতজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে জামালপুর শহরের মুন্সিপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪০) এবং আট বছরের এক অজ্ঞাতপরিচয় মেয়ে শিশু মারা যায়।
গুরুতর আহতদের মধ্যে মো. আসাদুজ্জামান (২৮) নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর সরকারপাড়া গ্রামের রুহুল আমিন খন্দকারের ছেলে। আহতদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক নারী ও একজন পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান কালের কণ্ঠকে বলেন, শহরের ছনকান্দা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজির দুজন যাত্রী মারা গেছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com