টঙ্গীবাড়িতে ১৪৪ ধারা জারি

টঙ্গীবাড়িতে ১৪৪ ধারা জারি

শনিবার, ০৭ এপ্রিল ২০১৮ | ৯:৫৫ পূর্বাহ্ণ |

টঙ্গীবাড়িতে ১৪৪ ধারা জারি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির উপজেলার বালিগাঁও ইউনিয়নে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে পাল্টাপাল্টি সভা আহ্বান করার পরই এ ধারা জারি করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার গণমাধ্যমকে জানান, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন চঞ্চলের সাক্ষরিত এক আবেদনপত্র থেকে জানা যায় জেলা বিএনপি যে স্থানে কর্মী সভা ডেকেছে, ইউনিয়ন আ’লীগ একই স্থানে সভা ডেকেছে। এমতাবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রতীয়মান হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্য মাইকিংয়ের মাধ্যমে শুক্রবার বিকেলে সকলকে অবহিত করা হয়েছে।


এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন গণমাধ্যমকে জানান, জেলা বিএনপির সভাটি আয়োজনের জন্য সব মৌখিক অনুমিত নেওয়া হয়েছিল। এতো জায়গা থাকতেও আমাদের সভাস্থলে এলাকায় কেন এমনটি করেছে, জানা নেই।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com