বুধবার, ২১ মার্চ ২০১৮ |
৮:২৮ পূর্বাহ্ণ |
টাংগাইলের মির্জাপুর থানায় জাতীয় পতাকা কে পোড়ানো ও অসম্মানকারীকে ধরিয়ে দিলেন টাংগাইল জেলা ছাত্রলীগ কর্মী অানিসুর রহমান অানিস।
সোমবার রাতে টাংগাইলের এর মির্জাপুর উপজেলইার গোড়াই ইউনিয়ন এর কদিম গয়হাটা গ্রামের মোঃ মাজাহারুল(২৮) নামের একজন তরুন লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ বাংলাদেশ এর জাতীয় পতাকা কে অবমাননা করে একটি ছবি আপলোড করে যাতে দেখা যায় পতাকাটি আগুন দিয়ে পুঁড়ানো হচ্ছে এবং অারেক হাতে সেন্ডেল দিয়া পতাকার দিকে অসম্মান করা হচ্ছে। এই ছবিটি ফেইসবুক এ আপলোড দেওয়ার পর পর ই অনেক লোক এটার প্রতিবাদ জানায়
তারপর টাংগাইল জেলা ছাত্রলীগ এর এক অন্যতম কর্মী জনাব আনিসুর রহমান অানিস টাংগাইল সদর থানায় পতাকা অবমানকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
অানিসুর রহমান অানিস বলেন, যখনই অামি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে বিষয়টি তখনই তাকে খুঁজে বের করার জন্য বিভিন্ন দিক থেকে লোক লাগাই, এবং পেয়েও যাই।
যারা দেশের জাতীয় পতাকাকে সম্মান করতে জানে না, তারা দেশের নাগরিক হতে পারে না, অামি চাই এর যথাযথ বিচার হোক।
এ ব্যাপারে টাংগাইল সদর থানার ওসি মোঃসায়েদুল ইসলাম এই বেপার এ মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক এর সাথে কথা বলেন এবং মির্জাপুর থানার ওসি ওই আসামী কে আজ মঙ্গলবার বিকেলে আনুমানিক ৪টার দিকে গ্রেপ্তার করেছেন বলে যানা যায়।
এ সম্পর্কে টাংগাইল সদর থানার ওসি বলেন যে,একটা দেশের জাতীয় পতাকা কে পুঁড়ানো দেশদ্রোহীতার শামিল।
comments