ঠাকুরগাঁওয়ে

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু…

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | ৭:০৬ অপরাহ্ণ |

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম (৪০) ও আসাদ (৩০) নামের দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৫শে জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে চারটায় শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর শাহপাড়া এলাকার প্রয়াত সিরাজ উদ্দীনের ছেলে আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার বিকেলে পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে আসাদ ও রাশেদুল মহাসড়কে ওঠা মাত্রই পঞ্চগড় থেকে ছেড়ে আসা অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ ও রাশেদুলের মৃত্যু হয়।


এসময় স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আটক করে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com