ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

রবিবার, ১১ মার্চ ২০১৮ | ৫:২০ অপরাহ্ণ |

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে  বছর আগে প্রতিবেশীকে হত্যার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার সকাল এগারোটার সময় জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো.হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আব্দুল খালেক বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দীনের ছেলে।  রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


যাবজ্জীবনের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বরাতে বলা হয়, গ্রামের এক খণ্ড জমি নিয়ে প্রতিবেশী আব্দুল হকের সঙ্গে খালেকের বিরোধ চলছিল। এর জেরে গত ২০১২ সালের ৯ অগাস্ট সকালে আব্দুল হকের বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন খালেক।


এ সময় আব্দুল হকের চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে খালেক পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হকের মৃত্যু হয়।

ওই দিনই আব্দুল হকের ছেলে শাহ আলম বাদী হয়ে খালেককে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন। পরে স্থানীয়রা খালেককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, তদন্ত শেষে বালিয়াডাঙ্গী থানার এসআই আনোয়ারুল করিম ২০১২ সালের ১৭ ডিসেম্বর খালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com