শনিবার, ২৬ মে ২০১৮ |
৪:১২ পূর্বাহ্ণ |
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ের নিশিন্তপুরে অবস্থিত দারুল উলুম ফয়জে আম কাওমী মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এর আয়োজনে “রোজার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মুহতামিম ও সম্পাদক মাওঃ ইয়াছিন আলী’র সঞ্চালনায় ও আলহাজ্জ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র মাদরাসার সহ সভাপতি ও জাতীয় মুফাসসির পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি হাফেজ মাওঃ রশিদ আলম, সহ সভাপতি বেলাল হোসেন ও সাধারন সম্পাদক স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা কার্যনির্বাহি কমিটির সদস্য গণসহ স্থানীয় বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ রশিদ আলম। মোনাজাতে অত্র এতিমখানা, মাদরাসা, মসজিদ সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
উল্লেখ্য, এতিমখানা, মাদরাসা, মসজিদ এর উন্নয়নে সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন কমিটি পরিচালনা পর্ষদ।
comments