ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও পঞ্চগড় ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা এমপি বলেন,
বাঙালির স্বাধীনতার ইতিহাসের যে অনন্য সাধারণ অধ্যায়টি মুজিবনগর দিবসে রচিত হয়, তাহার পশ্চাতে রহিয়াছে এই জাতির দীর্ঘ সংগ্রাম-সাধনা। পাকিস্তানি দুঃশাসনের বিপক্ষে, অধিকারহরণের প্রতিবাদে বাঙালি রুখিয়া দাঁড়াইয়াছে বারবার। ছাত্র-জনতার রক্তে রঞ্জিত হইয়াছে রাজপথ । ১৯৫২ সালে ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে অকাতরে বুকের রক্ত দিয়াছেন এই দেশের মানুষ। অতঃপর ধাপে ধাপে বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ লাভ করে গণঅভ্যুত্থানের। সত্তরের নির্বাচনে ব্যালট বিপ্লবের মধ্য দিয়া জাতীয় মুক্তির সংগ্রাম এক নূতন পর্যায়ে উপনীত হয়। পুনরুল্লেখ নিষ্প্রয়োজন যে, এই ধারাবাহিক সংগ্রামে দেশবাসীর ইস্পাতকঠিন ঐক্য এবং অধিকারবোধের প্রেরণাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সূচিত হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়, আত্মসমর্পণ করে হানাদার বাহিনী। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি বঙ্গবন্ধু ও তাঁহার ত্যাগ-সুন্দর সহকর্মীদের, যাঁহারা বাংলাদেশের মুক্তিসংগ্রামে পালন করিয়া গিয়াছেন অতুলনীয় ভূমিকা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com