“কৃষি শুমারী সফল করি,সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”
এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে কৃষি শুমারী তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০জুন) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা পরিসংখান অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিসংখ্যান অফিসে গিয়ে শেষ হয়। এ সময় উপস্হিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. আমিনুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব শীলাব্রত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,জেলা পরিসংখ্যান কার্যালয় ঠাকুরগাঁও এর উপপরিচালক জনাব আবু সালেহ মো. রব্বানী সহ জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বেলুন উড়িয়ে কৃষি শুমারী তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম । জেলার ৫ টি উপজেলায় মোট ২২ টি জোনে ২২ জন জোনাল অফিসার ও ১৫০৬ জন গণনাকারী এবং ২৪৯ জন সুপারভাইজার কাজ করবেন। আগামী ২০ জুন পর্যন্ত কৃষি (শস্য,মৎস্য ও প্রানিজ সম্পদ) শুমারী তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com