ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়াকে মুক্তির দাবিতে কর্মী সমাবেশ

রবিবার, ০৮ এপ্রিল ২০১৮ | ১১:৩০ অপরাহ্ণ |

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়াকে মুক্তির দাবিতে কর্মী সমাবেশ
ছবি: ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত কর্মী সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

আজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আব্দুস সালাম আরো বলেন, বর্তমান সরকার প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয় না। তাদের ওপর প্রভুত্ব বিস্তার করে। তাদেরকে জোর করে হুকুম জারি করে। তাই তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেড মর্তুজা চৌধুরী তুলা, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী,বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবুর রহমান, পীরগজ্ঞ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, কাজী ফাহিম উদ্দীন আহম্মদ, আলম চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি  মো: কায়েসসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।


(সূত্র- কালের কণ্ঠ)


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com