ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকায় লিপা আখতার(২৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টায় নারগুন ইউনিয়নের কহপাড়ায় এলাকায় গৃহবধুর শশুড়বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিপা আখতার সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে। অপরদিকে মেয়ের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন তার মেয়েকে হত্যা করা হয়েছে।
একই দাবি করেন পরিবারের অন্যান্ন সদস্যরাও। লিপার বাবা জানান, দীর্ঘ ৭বছর আগে নারগুন ইউনিয়নের ইউসুফ আলীর সাথে দেবিপুর ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে লিপা আখতারের সাথে বিবাহ হয়। এরপর থেকে যৌতুকের টাকার জন্য মেয়ের উপর শুরু হয় অত্যাচার। তিনি আরো বলেন, আমার মেয়ে কোনদিন আত্মহত্যা করতে পারেনা। কারন তার একটি ছোট বাঁচ্চা আছে।
যৌতুকের জন্য তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সাথে মেয়ের হত্যাকারীদের বিচার চান লিপার বাবা। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তবে হত্যা করা হয়েছে এমন কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আমরা সে মোতাবেক ব্যবস্থা নেবো। তাছাড়া লাশের ময়না তদন্তেও আমরা তা জানতে পারবো।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com