ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পর ভাইকে ছুরিকাঘাত

সোমবার, ১২ মার্চ ২০১৮ | ১২:৫৮ অপরাহ্ণ |

ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পর ভাইকে ছুরিকাঘাত
ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পর ভাইকে ছুরিকাঘাত

ঠাকুরগাঁও সদর উপজলোর বড়গাঁও ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর মেয়েটির ভাইকে ছুরিকাঘাত করেছে কয়েকজন যুবক। ঠাকুরগাঁও সদর থানার এসআই আজম হোসেন বলেন, শনিবার রাতে উপজেলার বড়গাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় এর আগে শনিবার রাতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর (১৮) বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় স্থানীয় রাম প্রসাদ দেবনাথ (৫০), সাগর দেবনাথ (৫৫), হরিদাস দেবনাথ (৩০) ও সবুর দেবনাথকে (৪৬) আসামি করা হয়। এ মামলা দায়েরর পর রাতে বাদীর ছেলেকে (১৪) ছুরিকাঘাত করে আসামি সবুর দেবনাথের ভাই বকুল দেবনাথ। আহত কিশোরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর গভীর রাতে আসামি সাগর দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর বড়গাঁও ইউনিয়নের প্রয়াত ভবেশ্বর দেবনাথের ছেলে। আহত কিশোর বলেন, রাম প্রসাদ দেবনাথ তার বোনকে ধর্ষণ করেছে। এনিয়ে তার বাবা থানায় মামলা করেছেন। তিনি বলেন, শনিবার রাতে লক্ষ্মীরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বকুল ছুরি দিয়ে তাকে জখম করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বলেন, যুবকটির পেটের বামপাশে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলার বরাত দিয়ে এসআই আজম হোসেন বলেন, মামলার বাদী ও তার স্ত্রী দুজনই দিনমজুর। প্রতিদিন সকালে তারা তাদের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়ি রেখে কাজে যান। এ সুযোগে প্রতিবেশি রাম প্রসাদ দেবনাথ প্রায় সময় তাদের বাড়ি গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল। “গত বছরের ৫ জুলাই মামলার বাদীর স্ত্রী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করার কথা পরিবারের সদস্যদের জানান।” এরপর আরও কয়েকবার ধর্ষণ করলে স্থানীয়রা বিষয়টি টের পায় এবং এলাকায় জানাজানি হয় বলে মামলায় জানানো হয়। আজম বলেন, গত ১৮ ফেব্রুয়ারি পরিবারের লোকজন মেয়েটিকে স্থানীয় একটি ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করিয়ে মেয়েটি ৩৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। এরপর মেয়েটির পরিবার থানায় মামলা করার চেষ্টা করলে রাম প্রসাদ দেবনাথ, সাগর দেবনাথ, হরিদাস দেবনাথ ও সবুর দেবনাথ বাধা দেয় এবং স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা করে বলে মামলায় অভিযোগ করা হয়। এসআই আজম বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের মধ্যে সাগর দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছৈ।  মেয়েটির ভাইকে ছুরিকাঘাতে করার ঘটনায় থানায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও এসআই আজম জানান। গ্রেপ্তার সাগর দেবনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ধর্ষণের ঘটনাটি স্থানীয়ভাবে তারা মীমাংশার চেষ্টা করেছিলেন; কিন্তু মীমাংশা হয়নি।

 print


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com