উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ।
আজ রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় আরেকটি বাংলা বছর, ১৪২৬। জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি-নারী-পুরুষ নির্বিশেষে সকলে পুরোনো বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানান নতুন বছরকে। আবহমান বাংলার বৈচিত্রময় গানে-রঙে মাতে উৎসব।
নুতন বছরকে বরণ করতে সকালে নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন বটমূলে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে দিনের যাবতীয় কার্যক্রম শুরু হয়।
এরপর সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে বের হয় বাঙালি ঐতিহ্য চেতনার অংশ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।
বৈশাখী গান আর বাদ্যযন্ত্রের সুরে সুরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় স্টেশন ক্লাবে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
দুপুরে আশ্রমপাড়া শিশুপার্কে কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com