“জেনে বুঝে বিদেশ যাই, মান সম্মান দুটোই পাই” এই শ্লোগানে
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার।
বুধবার (১২জুন) ঠাকুরগাঁও সাকিট হাউজে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সেমিনারের উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শীলাব্রত কর্মকার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম খন্দকার, শাহজাহান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে ৮ টি গ্রুপে ভাগ হয়ে মোট ৬৪ জন অংশ নেন। প্রত্যেক গ্রুপে নির্ধারিত বিষয়ের উপর আলাদা আলাদা সুপারিশ মালা উপস্থাপন করেন। এতে বিদেশ গমনে ইচ্ছুকদের বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন, ঋন প্রদান, যে দেশে যেতে ইচ্ছুক সে দেশের আইন-কানুন, ভাষা, আবহাওয়া, অধিকার, প্রশিক্ষণ, হেল্পলাইন খোলা ইত্যাদি বিষয় উঠে আসে।এছাড়াও বিদেশ থেকে ফেরত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কর্মসংস্থানের বিষয়ও উঠে আসে সুপারিশমালায়।
সেমিনারে জেলা প্রশাসনের কমকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি কমকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের প্রধান, মসজিদের ইমামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com