জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্যাথলজি সহ হানিফ, শ্যামলী, নাবিল,এনা, ডিপজল সহ বিভিন্ন কাউন্টার পরিদর্শন করা হয়।
পরিদর্শন কালে পূরাতন বাসষ্ট্যান্ডে মোঃ রফিকুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৪ ধারায় ২০০০/দুই হাজার টাকা,রিয়াদ মহলকে ৪০ ধারায় ২০০০/দুই হাজার টাকা এবং রাফি ডায়াগনষ্টিক সেন্টারকে ৫১ ধারায় ৩০০০/তিন হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এদিকে বিভিন্ন কাউন্টার পরিদর্শন কালে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ঈদ উপলক্ষে ধার্যকৃত মূল্য তালিকা যাচাই এবং প্রদর্শনের নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি (বিসিআরএস) সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাচ্চু, জেলা মার্কেটিং অফিসার শামসুল ইসলাম, অফিস সহকারী আব্দুল লতিফ ও এএসআই মিজানের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি টিম। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রাজ-৮৮ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার প্রমুখ। ঈদে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবগত করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার পরিদর্শন টিম।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com