ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদকের ভয়াবহতা রোধে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মাদক ক্রয়-বিক্রয়ের স্থান সমুহে এবং মাদকসেবীদের নিয়ন্ত্রনের লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার(২৪ মে) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় এক যুবক ও এক নারীকে কারাদন্ড প্রদান করে আদালত। আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও মো: তরিকুল ইসলাম।
দন্ডপ্রাপ্তরা হলেন-শহরের হাজীপাড়া মহল্লার আব্দুল কালাম এর ছেলে মেহেদী হাসান লিপু(এক বছর বিনাশ্রম) ও মুন্সিপাড়া এলাকার মোক্তার সরকারের স্ত্রী সাবিনা বেগম(ছয় মাস বিনাশ্রম)।
গাঁজা সেবন ও সেবনের সরঞ্জামাদি সংরক্ষণের দায়ে তাদের এ সাজা প্রদান করে আদালত।
আদালত পরিচালনাকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: শফিকুল ইসলাম,পেশকার সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com