ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা বস্তাবন্দি কিশোরী উদ্ধার…

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | ৭:০২ অপরাহ্ণ |

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা বস্তাবন্দি কিশোরী উদ্ধার…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১শে জুলাই) সকালে স্থানীয়রা তাকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে।


মেয়েটির নাম মাহফুজা আক্তার (১৬)। সে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ এলাকার মৃত মোস্তফা কামালের মেয়ে। বর্তমানে সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি শহরের গোবিন্দনগর খাতুনে জান্নাত কামরুন্নেসা কওমি মাদ্রাসায় ঈদুল আযহার কয়েকদিন আগে ভর্তি হয়। ঈদের ছুটি কাটিয়ে গত মঙ্গলবার মাদ্রাসায় আসে মাহফুজা। বাকি শিক্ষার্থীদের সাথে মাদ্রাসার আবাসিক রুমে থাকতো সে।


গত রাতে সহপাঠীদের সাথে সেও ঘুমিয়ে যায়। ভোরে শিক্ষার্থীরা নামাজ পড়তে ওঠে মাহফুজাকে না পেয়ে শিক্ষকদের জানায়। বিষয়টি জানাজানি হলে নদীর পাড় থেকে তাকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মেয়েটি শহরের একটি মাদ্রাসায় পড়াশুনা করে। ঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসীর সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি হাসপাতালে গিয়ে মেয়েটির সাথে কথা বলেছি। সে জানিয়েছে, তার সাবেক স্বামী ও তার সহযোগীরা মধ্যরাতে তাকে কৌশলে মাদ্রাসা থেকে বের করে আনে। পরে তাকে নির্যাতন করে বস্তায় ভরে নদীর পাড়ে ফেলে রেখে যায়।


এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com