ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় কৃষি টেকনোলজি শেয়ারিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । ১৬ জুলাই সকল ১০টায় গড়েয়া ইউনিয়ন পরিষদের হল রুমে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও এই প্রশিক্ষণের আয়োজন করে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান । বিশেষ অতিথি কৃষি বিদ্ আঃ মান্নান , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, হাকিম উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ২০০জন কৃষক- কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা আনিছুর রহমান বলেন দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় ইদানিং ধান ও গমের ব্লাস্ট রোগ বা শীষের গোড়া পচা রোগে আক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে যা কৃষক ভাইদের জন্য বড় লোকসানের কারণ ।
তিনি আরো বলেন, এই রোগ প্রতিরোধে বীজ বপন করার আগে প্রতি কেজি বীজের সাথে ৩ গ্রাম প্রোভ্যাক্স বা ৩ মিলি ভিটাফ্লো দিয়ে বীজ শোধন করে নিতে হবে। প্রোভ্যাক্স বা ভিটাফ্লো দিয়ে বীজ শোধন করলে ধান বা গমের ব্লাস্ট রোগ দমনের সাথে সাথে অন্যান্য বীজবাহিত রোগও দমন হবে যাহা কৃষক ভাইদের ফসল রক্ষা করার সাথে এর ফলন ও লাভজনক ভাবে বৃদ্ধি করবে।
এছাড়াও প্রতি লিটার পানির সাথে ৩ গ্রাম প্রোভ্যাক্স বা ৩ মিলি ভিটাফ্লো মিশিয়ে আলুর বীজ শোধন করে নিলে আলু ঢলেপড়া বা ঝিমিয়ে পড়া রোগ, গোড়া পচা রোগ,রাইজোকটনিয়া, দাদরোগ সহ বিভিন্ন বীজ বাহিত রোগ দমন হবে বলে তিনি জানান ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com