ঠাকুরগাঁও পৌরসভার প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময় সভা

মঙ্গলবার, ০৫ জুন ২০১৮ | ৪:১১ পূর্বাহ্ণ |

ঠাকুরগাঁও পৌরসভার প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময় সভা
মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০১৮-২০১৯ অর্থ বছরে ঠাকুরগাঁও পৌরসভায় প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের সাথে বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় পৌরসভার প্রস্তাবিত বাজেট সাংবাদিকদের পড়ে শোনান, পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন।

এ সময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, এসএম শাহাজান সাজু, আতাউর রহমান, বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রসান্ত কুমার দাস,সাংবাদিক মজিবর রহমান খান, শাহীন ফেরদৌস, কামরুল ইসলাম রুবায়েত,পার্থ সারথী দাস,রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এবার ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন কর্মপরিকল্পনা ও পৌরসভার উন্নয়নে রাজস্ব খাতে মোট ৩৪ কোটি ৫ লাখ ৭৮ হাজার ১শ’ ২৭ টাকা আয় এবং ৩৩ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৫’শ ৩০ টাকা ১৬ পয়সা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে উন্নয়ন হিসাব ২ কোটি ৩০ লাখ আয় ও ২ কোটি ৩০ লাখ ৮০ হাজার ব্যয় ধরে নতুন বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com