ঠাকুরগাঁও শিশু পরিবারে মিলাদ মাহফিল ও উন্নত খাবার পরিবেশন

বুধবার, ০২ মে ২০১৮ | ১১:৪৯ অপরাহ্ণ |

ঠাকুরগাঁও শিশু পরিবারে মিলাদ মাহফিল ও উন্নত খাবার পরিবেশন
ফাইল ছবি

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার (১ মে) রাতে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরান তিলাওয়াত,জিকির,ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদগুলোতে নামাজিরা বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে শামিল হয়েছেন। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও শিশু পরিবারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপ-তত্ত্বাবধায়ক ওয়ালিউল হক এর তত্ত্বাবধানে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল হামিদ, সংশ্লিষ্ট অফিস কর্মচারীবৃন্দ ও শিশু পরিবার নিবাসিরা। এই শিশু পরিবারে ৬ থেকে অনুর্ধ ১৮ বছর বয়সী নিবাসিরা অবস্থান করে। মিলাদ মাহফিল শেষে উপ তত্ত্বাবধায়ক ওয়ালিউল হক সংবাদকর্মীদের বলেন, শিশু পরিবারের জনবল নীতিমালা অনুযায়ী অনুমোদিত ১৪ জন সহকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ থাকার কথা কিন্তু আমাদের এখানে সরকারি সহ- তত্ত্বাবধায়ক একজন, অফিস সহকারী-কাম-কম্পিউটার একজন, কম্পাউন্ডার একজন, অফিস সহায়ক দুইজন এখন পর্যন্ত নিয়োগ প্রদান করা হয়নি। নীতিমালা অনুযায়ী pattern হিসেবে দু’জন বড় ভাইয়া সার্বক্ষণিক দায়িত্বে অন্যান্য সরকারি শিশু পরিবারে আছে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত জনবল কাঠামো পূরণ করুন । পরে শিশু পরিবারের নিবাসীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com