ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত…

শনিবার, ১২ নভেম্বর ২০২২ | ১০:৩৭ অপরাহ্ণ |

ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও বিডি হল প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মোঃ শামীম শাহরিয়ার, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান টিটু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটু, সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম সরকার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান বাবু।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় পরিষদ সদস্য রবিউল ইসলাম সূর্য।

সম্মেলন উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।

সভাপতিত্ব করেন মোঃ মুজাহিদুর রহমান শুভ আহ্বায়ক সম্মেলন প্রস্তুত কমিটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও মোঃ ইমরান হাসান পান্না সভাপতি ঠাকুরগাঁও সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ।

সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন কমিটির সদস্য সচিব আব্দুল ওয়াফু তপু এবং পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর ডেলিগেট সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com