ঠাকুরগাওয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুলের বাসভবনে দুধর্ষ ডাকাতি

ঠাকুরগাওয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুলের বাসভবনে দুধর্ষ ডাকাতি

মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ | ২:০০ অপরাহ্ণ |

ঠাকুরগাওয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুলের বাসভবনে দুধর্ষ ডাকাতি
ঠাকুরগাওয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুলের বাসভবনে দুধর্ষ ডাকাতি

জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও – ২ আসনের  ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের নিজ বাসভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৪ টার সময় ডাতাতির ঘটনা ঘটেছে বলে সংবাদ গ্যালারি.কম  কে জানিয়েছেন এমপি দবিরুলের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মো্হাম্মদ আলী।তিনি আরো জানান, বর্তমানে এমপি সাহেব দেশের বাইরে রয়েছেন । এই সুযোগে ডাকাতেরা বাসার ৮টি রুম তছনছ করেছে। এতে স্বর্ণালংকারসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ মালামাল নিয়ে গেছে।


ডাকাতি ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এক বাঁশঝাড় থেকে  শাবল, গহনার বাক্স, মুখোশ,  ককটেলসহ কিছু মালামাল পেয়েছে বলে জানিয়েছে। ডাকাতির সময় এসব ব্যবহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।

সংবাদ গ্যালারির  প্রতিনিধি জিজ্ঞাসা করলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে  বিস্তারিত জানানো হবে । ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আখতারুজ্জামান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান সাংসদ দবিরুল ইসলামের বাসা পরিদর্শন করেছেন।


এলাকার লোকজনের দাবী, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com