বিএমএসএফ প্রতিবেদক: সাংবাদিকদের আপত্তি উপেক্ষা করে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। বৃহস্পতিবার দুপুরে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে সদ্য পাস হওয়া এই আইনটি সংশোধনের দাবি করেন।
বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, আইনটি নি:সন্দেহে সাংবাদিকদের কন্ঠরোধ করতেই পাস করা হয়েছে। এই আইনটি কার্যকর করা হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা-নিশ্চয়তায় কঠিন বাঁধা হয়ে দাঁড়াবে। তাই অবিলম্বে সরকারকে আইনটি সাংবাদিক বান্ধব গড়ে তোলার আহবান জানানো হয়।
উল্লেখ্য, সরকারের একটি মহল সাংবাদিকদের স্বার্থ চিন্তা না করে ডিজিটাল নিরাপত্তার নামে যে আইন পাস করেছে তা সাংবাদিকদের কন্ঠরোধেরই কারন। আইনটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বাতিল হওয়া বিভিন্ন ধারা উপধারাগুলো নতুন এই ডিজিটাল নিরাপত্তা আইনে রয়ে গেছে। সদ্যপাস হওয়া আইনটির দ্বারা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাড়াবে বলেও বিএমএসএফ মনে করে। তাই অবিলম্বে বর্তমান গণমাধ্যম বান্ধব সরকার এই আইনটি কার্যকর না করার জন্য বিশেষ আহবান করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com