ডেফোডিল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সোমবার, ১৪ মে ২০১৮ | ৩:১০ অপরাহ্ণ |

ডেফোডিল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঠিকাদারের বিল পরিশোধ না করে অর্থ আত্মসাতের অভিযোগে ডেফোডিল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিদ্দিক এন্ড বিল্ডার্সের মালিক সিদ্দিক মীর বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ৩১৩ নং মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, ডেফোডিল ইউনিভার্সিটির উপ-পরিচালক সাব্বির আহমেদ, প্রজেক্ট ডাইরেক্টর মেজর আরমান আলী ভুইয়া, রেজিষ্ট্রার প্রকৌশলী একেএম ফজলুল হক, সিবিউরিটি ইনচার্জ এম এম তরিকুল ইসলাম, সহকারি প্রকৌশলী ফয়সাল আহমেদ ও উপ-পরিচালক নাজিম উদ্দিন সরকার। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সাভারের ওসির নিকট পাঠিয়েছেন। মামলায় বাদী দাবি করেছেন ডেফোডিল ইউনিভার্সিটির সাভারের বিরুলিয়া দত্তপাড়া এলাকায় নিজস্ব ক্যাম্পাস নির্মানের জন্য সিদ্দিক এন্ড বিল্ডার্সকে শ্রমিক সরবরাহকারি ও নির্মান প্রতিষ্ঠান হিসেবে ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেন। চুক্তি অনুযায়ি ঠিকাদারি প্রতিষ্ঠানটি ৩ থেকে ৮ তলা ভবনের কাজ সম্পন্ন করেন। অত্যন্ত সুনামের সাথে কাজ সম্পন্নের পথে ঠিকাদারি প্রতিষ্ঠান সিদ্দিক এন্ড বিল্ডার্সের পাওনা ৩৭ লাখ ২৬ হাাজার ৭শ ৯৯ টাকা বকেয়া থাকাবস্থায় ডেফোডিল কর্তৃপক্ষের উক্ত কর্মকর্তারা ঠিকাদারকে কাজ করতে মৌখিক নিষেধ করেন। সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ থেকে বিতাড়িত করতে ঠিকাদারের ৬লক্ষাধিক টাকা মূল্যের মেশিনারি যন্ত্রপাতি জোরপূর্বক রেখে জীবননাশের হুমকি দিয়ে ঠিকাদারকে তাড়িয়ে দেয় বলে মামলায় উল্লেখ করেন। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে প্রজেক্ট ডাইরেক্টর মেজর আরমান আলী ভুইয়া সাংবাদিকদের বলেন, বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষও ঠিকাদারের কাছে টাকা পাওনা রয়েছে। কি কারনে ঠিকাদারের কাছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা পাওনা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত বিল দেয়া হয়েছিল। এ কারনে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের মামলাটি সিআইডির সাব ইন্সপেক্টর তোফাজ্জেল হোসেন তদন্ত করছেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com