বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ |
১০:৩৫ পূর্বাহ্ণ |
এক শিক্ষার্থীকে রক্তাক্ত জখম ও অশালীন মন্তব্যসহ দুটি পৃথক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। গতকাল মঙ্গলবার রাতে সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম) আবাসিক ছাত্র এহসান রফিককে মেরে রক্তাক্ত করার জন্য সাতজনকে বহিষ্কার করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিষ্ট বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার জন্য পাঁচজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এস এম হলের ঘটনায় স্থায়ী বহিষ্কৃত হলেন, ছাত্রলীগের হল শাখার সহ সম্পাদক ওমর ফারুক (মার্কেটিং বিভাগ)। দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন, হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক রুহুল আমিন (সাংবাদিকতা বিভাগ), সদস্য সামিউল ইসলাম সামী (সমাজবিজ্ঞান বিভাগ), সদস্য আহসান উল্লাহ (দর্শন), উপ প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (উর্দু বিভাগ) এবং সহ সম্পাদক ফারদিন আহমেদ মুগ্ধ (লোক প্রশাসন)
পালি অ্যান্ড বুদ্ধিষ্ট বিভাগের বহিষ্কৃত পাঁচজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
comments