“আপনার রক্তে বাঁচুক প্রাণ, চলুন সবাই করি রক্তদান”
এই স্লোগান কে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলার সেচ্ছাসেবী সংগঠন মহানন্দা ব্লাড সোসাইটির উদ্দ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় শালবাহান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিজয় র্যালি বের হয় এবং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে শেষ হয়।
এবং দুপুর ১২ টায় শুরু হয় আলোচনা সভা ও রক্তদাতাদের সংবর্ধনা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান জনার মোঃ রেজাউল করিম শাহীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, রনচন্ডি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ, মোঃ সোহেল রানা, সাংবাদিক ও মোজাবের প্রতিষ্ঠাতা মোঃ এস কে দোয়েল, নিসচা তেঁতুলিয়া উপজেলা শাখার সদস্য সচীব ও সংগঠক মুহাম্মদ রনি মিয়াজী, শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু বকর কামু, প্রতিভা অন্নেষন ফোরাম এর সভাপতি সহ পঞ্চগড়,দিনাজপুর, রংপুর থেকে আসা বিভিন্ন সংগঠন এর সেচ্ছাসেবী ও রক্তদাতাগন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানন্দা ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলমগির হোসেন, মহানন্দা ব্লাড সোসাইটির সকল সদস্য ও অন্যন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।
অনুষ্ঠানে সকল রক্তদাতাদের সংর্বধনা প্রদান করা হয়।রিপোর্ট অনুযায়ী চলতি বছরে মোট ২১০ জন রক্ত দান করেন এই সংগঠন এর মাধ্যমে।
সকলে মহানন্দা ব্লাড সোসাইটিকে, অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন নিয়মিত রক্ত দান করেন।এই সংগঠন এর জন্য তিনি সাধ্যমত চেষ্ঠা করবেন বলেও জানান।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন “মহানন্দা ব্লাড সোসাইটির কারণে আজ তেঁতুলিয়া ও পঞ্চগড়ের অনেক মুমূর্ষ রোগীরা বিনামূল্যে রক্ত পাচ্ছে” তিনি মহানন্দার এ প্রতিষ্ঠানকে সেলিব্রেট করেন ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com