পঞ্চগড়ের আটোয়ারীতে

থানায় আটকে রেখে আসামীকে মারধরের অভিযোগ…

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | ৩:৫৬ অপরাহ্ণ |

থানায় আটকে রেখে আসামীকে মারধরের অভিযোগ…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

আসামীকে গ্রেপ্তারের পর দ্রুত আদালতে না পাঠিয়ে থানা হেফাজতে আটকে রেখে বেধড়ক মারধর এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২রা মার্চ) সকালে পঞ্চগড় রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন রওশন আরা বেগম নামে এক বৃদ্ধা।


এ সময় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। তিনি থানা হেফাজতে নির্যাতনের শিকার এক নারী আসামীর মা।

লিখিত বক্তব্যে ওই বৃদ্ধা জানান, হয়রানিমূলক মিথ্যা মামলায় আটক দেখিয়ে তার মেয়ে সেলিনা বেগমসহ আরো ৮ জনকে থানা হেফাজতে শারিরীক এবং মানসিক নির্যাতন করেছে পুলিশ। আটকের ২৪ ঘন্টা পর তাদেরকে আদালতে তোলে। এই দীর্ঘ সময় থানায় অনাহারে রাখা হয় তাদের। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষের কাছে পুলিশ অনৈতিক সুবিধা পেয়ে এমন অমানবিক কাজে উৎসাহী হয়েছে দাবি তার।


তিনি জানান, উপজেলার তোড়িয়া ইউনিয়নের কিসমতদাপ গ্রামে তার মেয়ে সেলিনা বেগমের বাড়ি। গত ২৮শে ফেব্রুয়ারী আটোয়ারী থানার দুইজন পুলিশ সদস্য সিভিল পোশাকে সেলিনা বেগমদের বাড়িতে যায় এবং তার দেবর সহিদুল ইসলামকে আটক করে। এসময় বাড়ির লোকজন সিভিল পোশাকের ব্যক্তিদের পরিচয় এবং আটকের কারণ জানতে চান। তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশদ্বয় মারমুখি আচরণ শুরু করে এবং সেলিনা বেগমকে লাথি মারে। এ অবস্থায় ওই দুইজনের সঙ্গে ধস্তাধস্তি হয় পরিবারের লোকদের। পরে থানার অতিরিক্ত পুলিশ এসে সবাইকে বেধড়ক মারধর করে এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় মোট ৮ জনকে আটক করে পুলিশ।

বৃদ্ধা রওশন আরা বেগম বলেন, সম্প্রতি জমি সংক্রান্ত কারণে আমার মেয়ে সেলিনা বেগমের পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয় একই এলাকার পজির উদ্দীন এবং ফয়জুল ইসলামের সঙ্গে। এই বিরোধকে কেন্দ্র করেই পুলিশ অনৈতিক সুবিধা পেয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।


আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সদস্যদের মারপিট ও আসামি ছিনিয়ে নেয়া হয়েছে।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com