দক্ষিণ আফ্রিকায় যৌনতার চাহিদা না মিটানোর দায়ে স্ত্রী’র হাতে স্বামী খুন
শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮ |
৮:৪৪ পূর্বাহ্ণ |
প্রতীক ছবি
ঘনিষ্ঠ হতে আপত্তি করায় স্বামীকে হত্যা করল স্ত্রী নাম্বি।
দক্ষিণ আফ্রিকার কালিরোর
মাত্র দুই মাস আগেই সন্তানের মা হয়েছে।নাম্বির স্বামী বটেরা নাম্বির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিলেন না ।
উক্ত বিষয়বস্তু নিয়ে দিন রাতে ঝামেলা, অশান্তি, ঝগড়া লেগেই থাকত। আর পরিশেষে অশান্তি-ঝগড়াই নিয়ে নিল বটেরা’র প্রাণ। নাম্বি নিজের চাহিদা পূর্ণ করল (বটেরা) স্বামীকে হত্যা করে।
জানা গেছে, নাম্বি ও বটেরার পারিবারক অশান্তির কথা জানত এলাকার মানুষজন। তারা তাদের দু’জনকেই বোঝানোর চেষ্টা করে, তবে সেই বোঝানো যায় বিফলে। আর শারীরিক সম্পর্কে লিপ্ত না হওয়ার কারণে ছুড়ি মেরে স্বামীকে খুন করল নাম্বি।
পুলিশের কাছে নাম্বি শিকার করেছে , ‘আমার যৌনতার প্রয়োজন হয়েছিল। সেকথা স্বামীকে বহুবার বলছিলাম। কিন্তু স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। মাথা ঠিক রাখতে পারিনি, তাই রাগের বশে খুন করে ফেলেছি।
comments