দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সংঘর্ষ, আহত ২০

মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | ১:১৮ অপরাহ্ণ |

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সংঘর্ষ, আহত ২০

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ডাকা অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের তৃতীয় দিনে স্থায়ী শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী শ্রমিক ও গ্রামবাসী মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়েছে।

আহত শ্রমিক ও কর্মকর্তাদেরকে ফুলবাড়ী ও রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খনিতে প্রবেশ করা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারী ও খনির কর্মকর্তা-কর্মচারীরা খনি গেইটের দুই পাশে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।


উল্লেখ্য, বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের অর্গানোগ্রাম অনুযায়ী আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, বকেয়া ৯ মাসের বেতন-ভাতা প্রদান, প্রফিট বোনাস, ফেস বোনাসসহ বিভিন্ন ভাতা প্রদানসহ ১৩ দফা ও খনির কারণে ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটির ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালর জন্য ধর্মঘট চালিয়ে আসছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com