দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সাবদারুল (৪৭) নামে একজন এবং সদর উপজেলায় দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে মো. আব্দুস সালাম (৩৬) নামে একজন নিহত হয়েছেন। দুজনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাবদারুল বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং আব্দুস সালাম দিনাজপুর সদর উপজেলার মহরমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ-কবিরাজহাট সড়কের দক্ষিণ পাশে বাসুদেবপুর এলাকায় মো. সাবদারুল এবং দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকায় মো. আব্দুস সালাম নিহত হন।
র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্প কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ-কবিরাজহাট সড়কের দক্ষিণ পাশে বাসুদেবপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে একটি লেনদেন চলছিল। এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পাল্টা গুলি চালায় র্যাব। এতে নিহত হয় সাবদারুল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২ পোটলা গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, শুক্রবার দিবাগত রাতে রামসাগর এলাকায় গোলাগুলির শব্দ পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলে পুলিশ রামসাগরের পশ্চিম পাড় এলাকায় গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল, ৪টি ককটেল, ২ শো বোতল ফেন্সিডিল ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com