দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে তিন ছাত্রের মৃত্যু

বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ৮:৫৯ পূর্বাহ্ণ |

দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে তিন ছাত্রের মৃত্যু
দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে তিন ছাত্রের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে তিন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক ছাত্র। ওসমানপুর-বলাহার সড়কের সুজা মসজিদ নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বলাহার উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্র একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল পথে মোটরসাইকেল একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ছাত্র হাবিবুর রহমানের মৃত্যু হয়।


মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে ৪ জন ছাত্র বাড়ি ফিরছিল।

ঘোড়াঘাট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ জানান, অপর তিন জন ছাত্র গুরুতর আহত হয়। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে আল ইমরান (১৭) ও তার সহোদর  মিলনকে (১৬) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।


নিহত হাসিবুর উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের ছেলে, আল ইমরান ও মিলন বামনগড়া আধাটিকা গ্রামের সামছুর রহমানের ছেলে। আহত খাদেমুল একই গ্রামের নুর মোহাম্মাদের ছেলে বলে জানা গেছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com